ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

আপডেট: July 4, 2021 |

ফিলিপাইনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে ৮৫ আরোহী ছিলেন।
আজ রবিবার (৪ জুলাই) দেশটির সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

TINGNAN:

Makapal na usok mula sa bumagsak na eroplano sa Patikul, Sulu ang sumalubong sa mga residente ngayong Linggo ng umaga, Hulyo 4. pic.twitter.com/7wcnQOBOzb

— PTVph (@PTVph) July 4, 2021

ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল কিরিলিতো সোবেজানা জানিয়েছেন, বিমানটিতে কমপক্ষে ৮৫ জন আরোহী ছিলেন এবং ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে সেটি বিধ্বস্ত হয়।

তিনি বলেন, বিধ্বস্ত ওই সামরিক বিমানটি সি-১৩০ মডেলের এবং দুর্ঘটনার পর সেখান থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।

বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ছড়িয়ে পড়া একটি ছবিতে দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর