রাজশাহীতে লকডাউনে মানুষের চলাচল অনেক বেড়েছে

আপডেট: July 6, 2021 |
print news

রাজশাহীতে চলমান কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে আইন-শৃংখলা বাহিনীর কড়াকড়ি অবস্থানের মধ্যেও মানুষের চলাচল বেড়েছে। আগের চেয়ে বেশি ব্যাটারি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত যানবাহন চলতে দেখা গেছে।

বন্ধ রয়েছে দূরপাল্লার পরিবহন, ট্রেন চলাচল। সেই সঙ্গে বন্ধ রয়েছে মার্কেট, শপিংমল, দোকানপাট। তবে রিক্সা ও পণ্যবাহী গাড়ী চলাচল করছে। শহরে আইন-শৃংখলা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।

জেলা নির্বাহী ম্যাজিস্টেট আবু আসলাম জানান, কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি রাজশাহীতে ১১ প্লাটুন সেনা, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে কাজ করছে। এছাড়াও মাঠে রয়েছে ২২টি ভ্রাম্যমাণ আদালত।

তিনি জানান, সোমবার লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় সোমবার ৮৭ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৭৬ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে নগরীতে ২৬ জনের ২৫ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়। বাকিটা উপজেলা পর্যায়ে।

উল্লেখ্য, ঈদের পর থেকে রাজশাহীতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত ১১ জুন থেকে সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে প্রশাসন। পরে দুদফা বাড়িয়ে তা ৩০ জুন পর্যন্ত করা হয়। এরপর ১ জুলাই থেকে সরকারি ঘোষিত কঠোর লকডাউন চলছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর