২০২৩ সালে বিশ্বে ডিজিটাল অর্থনীতি পৌঁছবে ১০ হাজার কোটি ডলারে

আপডেট: July 6, 2021 |

মহামারির মধ্যে ডিজিটাল অর্থনীতি বেশি বাড়ছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায়।

২০২৩ সালের মধ্যে এই অঞ্চলের ডিজিটাল অর্থনীতি ২০২০ সালের চেয়ে দ্বিগুণেরও বেশি হবে। এ ক্ষেত্রে বেশি অবদান রাখবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। ২০২০ সালে এই অঞ্চলের ডিজিটাল অর্থনীতি ছিল ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার কোটি ডলার।

গবেষণা বলছে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের ৯০ শতাংশেরও বেশি গ্রাহক জানিয়েছেন- তারা অনলাইনে খুচরা পণ্য কিনেছেন।

এ হার যে কোনো উন্নত দেশের তুলনায় বেশি। উন্নত দেশগুলোতে ডিজিটাল গ্রাহকের হার প্রায় ৭০ শতাংশ। এই খাতের অবদান ২০১৯ সালে ২৭ শতাংশ থেকে বেড়ে ২০২০ সালে ৪১ শতাংশে দাঁড়িয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর