যে যেখানে আছেন সেখানেই ঈদ পালন করেন: শিখা খান

আপডেট: July 7, 2021 |
print news

মানিকগঞ্জের মেয়ে শিখা খান মডেলিং ও মিউজিক ভিডিওতে বেশ খানিকটা এগিয়ে গেছেন। ছোটবেলা থেকে যে স্বপ্নটি বুকে ধারণ করে এগিয়ে গেছেন আজ তিনি মিডিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার পথে।

করোনার ভিতর শুটিং বন্ধ। এই বন্ধ সময় কিভাবে সময় কাটাচ্ছে জানালেন আর বললেন সবাইকে সচেতন হওয়ার জন্য। তিনি মুঠোফোনে বলেন, বর্তমান আমরা খুব খারাপ সময় পার করছি।

এই সময় সরকার যে লক ডাউন দিয়েছে আমরা সবাই তা মেনে চলবো। আমার যারা ভক্ত আছেন তাদের আমি একটা কথাই বলবো , আপনারা সবাই ঘর থেকে বের হবেন না একটা কথা সবাই মনে রাখবেন একমাস ঘরে বসে থেকে যদি জীবন বাঁচে তাহলে এটাই ভালো। এত কাজ কাজ করেন যদি জীবন না থাকে তাহলে কাজ দিয়ে কি করবেন।

তিনি আরো বলেন , সামনে ঈদুল আজহা আসছে। আর এই ঈদে আপনারা কেউ বাড়ি যাবেন না। যে যেখানে আছেন সে সেখান থেকে ঈদ পালন করবেন।

আপনারা যদি একবার আলাদা আলাদা ঈদ করেন তাহলে তেমন ক্ষতি হবে না আর যদি করোনা আক্রান্ত হন তাহলে নিজের তো ক্ষতি হবেই সাথে আরো মানুষের বিপদ হবে।

তাই আমি আমার ভক্তদের একটা কথা বলবো আপনারা দয়া করে যে যেখানে আছেন সেখান থেকে ঈদ পালন করেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর