কানাডার ইতিহাসে প্রথম আদিবাসী গভর্নর জেনারেল নিয়োগ

আপডেট: July 7, 2021 |

কানাডার ১৫৪ বছরের ইতিহাসে এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হলো। মেরী সাইমন নামের একজন আদিবাসী নারীকে দেশটির ৩০তম গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাষ্টিন ট্রুডোর সুপারিশ অনুসারে কানাডার হেড অব স্টেট রানি দ্বিতীয় এলিজাবেথ গভর্নর জেনারেল হিসেবে মেরী সাইমনের এ নিয়োগ অনুমোদন করেছেন।

যে আদিবাসী মানুষদের পরাজিত করে কানাডায় প্রথমে ফ্রান্স এবং পরে ফ্রান্সকে পরাজিত করে ব্রিটিশ উপনিবেশিক শক্তি বিজয়ী হয়েছিল, ১৫৪ বছর পর তার চাকা উলটে গিয়ে আদিবাসীদের সাথে কানাডিয়ানদের সম্পর্ক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার কুইকের ‘কানাডিয়ান মিউজিয়াম অব হিস্ট্রি গ্যাটিনিউর’ এ ঘোষণা দেন এবং বলেন দ্বিতীয় রানি এলিজাবেথ এ অ্যাপয়েন্টমেন্টকে অনুমোদন দিয়েছেন।

এ বিষয়ে জাস্টিন ট্রুডো বলেন, আমাদের উচ্চপদে মিস সিমনের মতো আরও নেতাদের দরকার। সত্যিকারের সমস্যাগুলি গ্রহণ এবং ইতিবাচক পরিবর্তন আনার অর্থ যা তারা বোঝেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর