গাজীপুরে ইটভাঁটি থেকে দুই ব্যক্তির অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার

আপডেট: July 8, 2021 |

গাজীপুরে তুরাগ নদীর পার্শ্ববর্তী বিলের ইটভাঁটি থেকে দুই ব্যক্তির অর্ধগলিত গলাকাটা লাশ বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ। এদের একজনের দু’পা বাঁধা ছিল। আনুমানিক ৪৫ ও ৩০ বছর বয়সের নিহত ওই দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি। জিএমপি’র কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক জানান, বুধবার রাতে মাছ শিকার করতে কয়েক ব্যক্তি তুরাগ নদীর পার্শ্ববর্তী গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানাধীন আমবাগ নামাপাড়া বাঘিয়ারচরের আবুল কালামের ইটভাঁটি এলাকায় যায়। এসময় সেখানে পাশাপাশি দু’টি লাশ পানিতে ভাসতে দেখে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে কচুরীপানা দিয়ে ঢেকে রাখা অর্ধগলিত লাশ দু’টি উদ্ধার করে। তাদের দু’জনের গলা কাটা ও একজনের দু’পা রশি দিয়ে বাঁধা রয়েছে। আনুমানিক ৪৫ ও ৩০ বছর বয়সের নিহত ওই দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি। নিহতদের মধ্যে ৩০ বছর বয়ষ্ক ব্যাক্তির পরনে লাল গেঞ্জি ও জিন্সের প্যান্ট এবং অপর উলঙ্গ ব্যক্তির পরনে অ্যাশ রংয়ের গেঞ্জি রয়েছে। ধারণা করা হচ্ছে, অন্ততঃ এক সপ্তাহ আগে সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে গলা কেটে হত্যার পর লাশ পানির পাশে কচুরিপানা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ময়না তদন্তের জন্য লাশ দু’টি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর