আদালতে আত্মসমর্পণ করেছেন জ্যাকব জুমা

আপডেট: July 8, 2021 |

আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

বুধবার (৭ জুলাই) গভীর রাতে কোয়াজুলু-নাটাল প্রদেশে নিজের বাড়ির কাছে একটি কারাগারে তাকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তার ফাউন্ডেশন।

এর আগে, ৭৯ বছর বয়সী জ্যাকব জুমা’কে দ্রুত আত্মসমর্পণ করতে বলে পুলিশ।

দুর্নীতির তদন্তে অংশ নিতে ব্যর্থ হওয়ার ফলে গত সপ্তাহে দেশটির আদালত তাকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে। বুধবার রাত ১০টা পর্যন্ত তাকে আত্মসমর্পণ করতে সময় বেঁধে দেওয়া হয়েছিল।

তার ফাউন্ডেশন পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলে হয়েছে, প্রেসিডেন্ট জুমা আদালতের আদেশ মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও রোববার পর্যন্ত তিনি নিজেকে নির্দোষ দাবি করে আত্মসমর্পণে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন।

তিনি বলেছিলেন, ‘এই মহামারির সময়ে আমার মতো বয়স্ক একজন ব্যক্তিকে কারাবাসে পাঠানো, মৃত্যুদণ্ডে দণ্ডিত করার সমান।’

তার মেয়ে দুদু জুমা-সাম্বুদলা এক টুইট করেন, ‘আমার বাবা সুস্থ আছেন এবং সচেতনভাবেই কারাগারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

জ্যাকব জুমার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দায়িত্ব পালনকালে তিনি ব্যবসায়ীদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করতে রাজনীতিবিদদের সঙ্গে নানান ষড়যন্ত্রে মেতে উঠেছিলেন। তবে জ্যাকব সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

উল্লেক্ষ্য, জ্যাকব জুমা তার ৯ বছরের ক্ষমতায় থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে আনীত দুর্নীতির তদন্তের প্রমাণ দেওয়ার নির্দেশনা অমান্য করায় চলতি বছরের ২৯ জুন দেশটির আদালত তাকে ১৫ মাসের কারাদণ্ড দেন।

তথ্যসূত্র: বিবিসি

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর