আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবে ব্রাজিল: প্রেসিডেন্টের ভবিষ্যৎবাণী

আপডেট: July 9, 2021 |

কোপা আমেরিকায় এবারের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশি দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ম্যাচ নিয়ে উত্তেজিত গোটা বিশ্বের ফুটবল ভক্তরা। ভবিষ্যৎবাণী করে এই উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে হুমকি দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো বলেছেন, কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবে ব্রাজিল। বৃহস্পতিবার (৮ জুলাই) দক্ষিণ আমেরিকান নেতাদের এক ভার্চ্যুয়াল সম্মেলনে হাসতে হাসতে এই খোঁচা দেন বোলসোনারো।

বোলসোনারো আর্জেন্টিনার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, আমি তাকে বিশেষভাবে মনে করিয়ে দিতে চাই মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে আমাদের দুই দেশের মধ্যকার যে দ্বৈরথ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে অন্তত ৫-০ গোলে জিতবে আমার দেশ।

বলসোনারো আরও বলেন, এ মহাদেশের উন্নতিতে আর্জেন্টিনার সঙ্গে আমরা হাতে হাত রেখে চলব। কিন্তু ফাইনাল ম্যাচটায় কোনো বন্ধুত্ব দেখাতে পারব না। সেদিন আমরাই জিতব।

অন্যদিকে মেসির সঙ্গে নিজের বন্ধুত্বের কথা মানলেও জয় পেতে কোনো ছাড় দিতে নারাজ এ ফরোয়ার্ড। বরং বন্ধুকে হারিয়ে শিরোপা জিততেই নাকি বেশি আনন্দ পাওয়া যাবে বলে মন্তব্য তার।

আলবেসিলেস্তাদের ২৮ বছরের শিরোপার আক্ষেপটা আরও একটু বাড়াতে নিজেদের সেরাটা দিয়ে খেলার আহ্বান জানিয়েছেন সতীর্থদের প্রতি।

প্রসঙ্গত, প্রায় ১৪ বছর পর কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। রোববার (১১ জুলাই) ব্রাজিল রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে আগামী রোববার (১১ জুলাই) সকাল ৬টায় মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর