আজ যেসব এলাকায় গ্যাস থাকবেনা

আপডেট: July 13, 2021 |
print news

জরুরি শাটডাউনের কারণে রাজধানীর মিরপুরের বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

দুপুর ২টা থেকে রাত ১০টা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মিরপুরের ক্যান্টনমেন্ট, ডিওএইচএস, ১০, ১১, ১২ ‌ও ১০ নম্বর থেকে ১৪ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের পূর্ব পাশের এলাকায়।

মঙ্গলবার তিতাস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এতে আরও বলা হয়, জরুরি শাটডাউনের কারণে মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৮টা ঘণ্টা এই সব এলাকার সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একইসঙ্গে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

বৈশাখীনিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর