কোহলি এখনও আইপিএল জিততে পারেননি : সুরেশ রায়না

আপডেট: July 13, 2021 |

 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পরে বিরাট কোহলিকে নিয়ে সমালোচনার ঝড় থামার নাম নেই। সকলেই বিরাট কোহলির নেতৃত্ব ও বর্তমান ব্যাটিং ফর্ম নিয়ে প্রশ্ন তুলছেন। এমন সময় আইসিসির কোনও ট্রফি না জেতা নিয়েও প্রশ্ন উঠে গেছে। এমন অবস্থায় বিরাট কোহলিকে নিয়ে নিজের মত জানালেন ভারতের অন্যতম ব্যাটসম্যান সুরেশ রায়না।

তিনি বিরাট কোহলি নিয়ে বলতে গিয়ে জানালেন, আমি মনে করি তিনি এক নম্বর অধিনায়ক হয়েছেন। তার রেকর্ড প্রমাণ করে যে সে অনেক কিছু অর্জন করেছেন। আমি মনে করি তিনি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। আপনি আইসিসি ট্রফির কথা বলছেন তবে তিনি এখনও আইপিএল জিততে পারেননি। আমার মনে হয় তাকে কিছুটা সময় দেওয়া দরকার। এরপর একের পর এক ২-৩ টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে – দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তারপরে ৫০ ওভারের বিশ্বকাপ। ফাইনালে পৌঁছানো সহজ নয় – কখনও কখনও আপনাকে কয়েকটি জিনিস বাদ দিতে হয়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিরাট কোহলিদের হার নিয়ে বলতে গিয়ে রায়না জানান, ডবিøউটিসি ফাইনাল এর একটা উদাহরণ মাত্র। অনেকেই বলেছেন এটি কন্ডিশনের কারণে হয়েছিল তবে আমার মনে হয় ব্যাটিংয়ে কিছু ঘাটতি ছিল। বড় ব্যাটসম্যানদের পার্টনারশিপ দরকার ছিল এবং তাদের দায়িত্ব নিতে খেলতে হতো।

রায়না মনে করেন খুব শিগগিরই আইসিসি ট্রফি ভারতে আসতে চলেছে। রায়না জানান, দেখুন, আমরা চোকার্স নই, কারণ ইতিমধ্যে আমরা ১৯৮৩ বিশ্বকাপ জিতেছি, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি এবং ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপও জিতেছি। আমাদের বুঝতে হবে যে খেলোয়াড়রা কঠোর প্রশিক্ষণ করছে।

 

তিনটি বিশ্বকাপ আসার সাথে সাথে আমার মনে হয় না যে তাদের কেউ চোকার্স বলবে। আমাদের তাদের আরও কিছুটা সময় দিতে হবে। তারা ভাল করছে এবং বিরাট তাদের খেলা পরিবর্তন করার ক্ষমতা রাখেন। আমাদের এই দলের নতুন স্টাইলকে সম্মান করা দরকার। তবে আমি অনুভব করছি যে আগামী ১২ থেকে ১৬ মাসে একটি আইসিসি ট্রফি ভারতে আসতে চলেছে। – হিন্দুস্তান টাইমস

বৈশাখীনিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর