ডি৪৪ সিনেমায় তিন নায়িকার বিপরীতে ধানুশ

আপডেট: July 13, 2021 |
print news

 

পরিচালক মিথরান জওহরের পরিচালনায় বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন ধানুশ। দীর্ঘদিন পর আবারো একসঙ্গে কাজ করবেন তারা। মজার বিষয় হলো—‘ডি৪৪’ নামের এ সিনেমায় তিন নায়িকা অভিনয় করবেন।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটিতে তিনজন নায়িকা অভিনয় করবেন। তারা হলেন—নিথিয়া মেনন, প্রিয়া ভবানি, হংসিকা মোতওয়ানি। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে তাদের। এর গল্প, চিত্রনাট‌্য, সংলাপও রচনা করেছেন ধানুশ। এটি প্রযোজনা করছে সান পিকচার্স। এর সংগীত পরিচালনা করবেন অনিরুদ্ধ রবিচন্দর।

তবে এখনো শুটিংয়ের বিষয়ে কিছু জানা যায়নি। খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

ধানুশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাগেম তান্ডিরাম’। অ‌্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা গত ১৮ জুন মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া লক্ষ্মী।

ধানুশের পরবর্তী সিনেমা ‘আতরাঙ্গি রে’। এরই মধ‌্যে হিন্দি ভাষার সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইফ আলী খানের কন‌্যা সারা আলী খান। আগামী ৬ আগস্ট এটি মুক্তির কথা রয়েছে।

বৈশাখীনিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর