অক্সফোর্ডের ২৯ লাখ টিকা ১০ দিনের মধ্যে আসছে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট: July 13, 2021 |
print news

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ১০ দিনের মধ্যেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১২ জুলাই) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে আরও কিছু টিকা আমরা পাব। টিকার বিষয়ে চিঠিতে আমাদের জানানো হয়েছে। মডার্নার ৩০ লাখ ডোজ আর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ দেশে আসবে।

জাহিদ মালেক বলেন, কোভ্যাক্স জানিয়েছে মডার্নার টিকা এ মাসের শেষের দিকে পাঠাবে।

অ্যাস্ট্রাজেনেকার টিকা আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে পাঠানো হবে।

মন্ত্রী বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা এলে আমাদের জন্যই সুবিধা হবে। কারণ আমাদের অনেকেই সংকটের কারণে প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারছেন না। কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে টিকা পেলে শিগগিরই আমরা তাদের দিয়ে দিতে পারব।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর