অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিলেন নায়িকা অ্যাভলিন শর্মা

আপডেট: July 13, 2021 |
print news

বিয়ের দুই মাস না যেতেই অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী অ্যাভলিন শর্মা। গত ১৫ মে অ্যাভলিন অস্ট্রেলিয়াভিত্তিক ডেন্টাল সার্জন ডা. তুশান বিন্দিকে বিয়ে করেন।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল এ তথ্য জানিয়েছে।

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ অভিনেত্রী ভারতের একটি শীর্ষ দৈনিককে জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ায় খুব খুশি তিনি। উৎফুল্ল তুশানও। অ্যাভলিন এ খবরকে ‘সেরা উপহার’ হিসেবে বর্ণনা করেছেন।

অ্যাভলিন আরো জানিয়েছেন, তাদের সন্তান জন্ম নেবে অস্ট্রেলিয়ায়। এখন এ দম্পতি সেখানেই বসবাস করছেন।

অ্যাভলিন ও তুশানের প্রথম দেখা হয়েছিল ২০১৮ সালে। তাদের দেখা হয় দুজনের এক কমন ফ্রেন্ডের মাধ্যমে। ২০১৯ সালে এ যুগল বাগদান সারেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর