করোনায় টাঙ্গাইলে মৃত্যু ৪ , শনাক্ত ২৭৫

আপডেট: July 15, 2021 |

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা কমেনি। জেলায় গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন আর উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে ২৭৫ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তিদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৩ জন ও ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যায়। এতে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬ জনে।

এ ছাড়া নতুন করে ৯৬৭ জনের নমুনা পরীক্ষা করে ২৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১৮৬ জন। তাদের মধ্যে করোনায় আক্রান্তের পর সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৪৩ জন।

জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। এ ছাড়া ১২ জুলাই থেকে টাঙ্গাইলে ১২টি উপজেলায় একযোগে গণহারে টিকা দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ বা কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সিভিল সার্জন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর