জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

আপডেট: July 18, 2021 |

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে হারারেতে একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

আগের ম্যাচের মতো এবারও টসে জিতলেন ব্রেন্ডন টেলর। গত ম্যাচে বোলিং নিয়ে হারার পর এবার মত পাল্টেছেন। আজ ব্যাটিং নিলেন জিম্বাবুয়ে অধিনায়ক।

এদিকে টস হেরে ভালোই হয়েছে বলে মনে করছেন তামিম ইকবাল। তিনি জানিয়েছে, টসে জিতলেও বোলিং নিতেন। তাই টস হারায় সমস্যা হয়নি বাংলাদেশ অধিনায়কের।

প্রথম ওয়ানডেতে লিটন দাসের সেঞ্চুরির পর সাকিব আল হাসানের পাঁচ উইকেটে ১৫৫ রানের দাপুটে জয় পেয়েছেন তামিম ইকবালরা।

তবে শুরুতে তিন উইকেট পড়ে যাওয়ার বিষয়টি ভাবাচ্ছে তামিমকে।

এ বিষয়ে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে শনিবার অনলাইন সংবাদ সম্মেলনে তামিম জানালেন, ‘উন্নতির তো কোনো শেষ নেই। তবে কম রানে যদি তিন উইকেট পড়ে যায় সেটা আদর্শ না। টপ অর্ডার থেকে আমি বা সাকিব যদি আরেকটু ভালো খেলি, তাহলে দল এমন অবস্থায় পড়বে না। চেষ্টা করব পরের ম্যাচে এমন সুযোগ এলে কাজে লাগাতে। আমাদের বোলিং নিয়ে আমি খুবই খুশি।’

বৈশাখীনিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর