শূন্যে নামল কলকাতায় করোনায় মৃত্যু

আপডেট: July 18, 2021 |

ভারতের পশ্চিমবঙ্গে দৈনিক কোভিড সংক্রমণ কমেছে। জানা গেছে, একদিনে রাজ্যের ১৯টি জেলায় কোনো মৃত্যু হয়নি। তবে এখনো মৃত্যু হচ্ছে পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা ও নদিয়ায়। একদিনের সংক্রমণে চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা ও দার্জিলিং।

স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৮ জন এবং এর মধ্যে একদিনে মৃত্যু শূন্য হলো কলকাতা।

তবে কলকাতায় এখনো অবধি মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৯৫৬। উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১ জনের। এ ছাড়া কলকাতায় একদিনে করোনার নতুন ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ৬২ এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ৩০৯, ৫৬৫ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ১৫,১৭,৩৮০ জন।

উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসের আঘাতে পুরো ভারত বিপর্যস্ত। বাদ যায়নি প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গও। তবে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা প্রায়ই কাটিয়ে উঠতে পেরেছে করোনার প্রকোপ। সাড়ে তিন মাস পরে কলকাতায় প্রথমবারের মতো মৃত্যু নেমে এসেছে শূন্যে। খবর আনন্দবাজার পত্রিকা

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর