কাতারে আফগান সরকারের সঙ্গে যে সমঝোতা হলো তালেবানের

আপডেট: July 19, 2021 |

কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে দুই দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কোনো ফল ছাড়াই শেষ হয়েছে এই সংলাপ। তবে দুপক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে। সেটি হচ্ছে- সংলাপ চালিয়ে যাওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে দুপক্ষ।

রবিবার রাতে আফগান সরকার ও তালেবান পক্ষের প্রতিনিধি দলের প্রধানরা এক যৌথ সংবাদ সম্মেলনে এ সমঝোতার কথা জানান।

আফগান সরকারের প্রতিনিধি দলের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, দোহা বৈঠকে দুপক্ষ তাদের মতামত স্পষ্ট করে তুলে ধরেছে এবং এ বিষয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবার আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে।

আব্দুল্লাহর বক্তব্য শেষ হওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তালেবান প্রতিনিধিদলের প্রধান মোল্লা আব্দুল গনি বারাদার। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে উপস্থিত তালেবান মুখপাত্র মোহাম্মাদ নাঈম এক টুইটার বার্তায় ছয় ধারাবিশিষ্ট একটি বিবৃতি প্রকাশ করেন।

সেখানে তিনি বলেন, দোহা বৈঠকে দুপক্ষ আফগানিস্তানের অবকাঠামো রক্ষা করার পাশাপাশি বেসামরিক নাগরিকদের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সম্মত হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর