শামসির ঘূর্ণিতে দ. আফ্রিকার সহজ জয়

আপডেট: July 20, 2021 |

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তাবরাইজ শামসির ঘূর্ণিতে সহজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলঅদেশ সময় সোমবার রাতে আয়ারল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে প্রোটিয়ারা।

ডাবলিনে সোমবার আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৫ রান করে দক্ষিণ আফ্রিকা। পরে দুই স্পিনার শামসি ও জর্জ লিন্ডার দারুণ বোলিংয়ের সুবাদে আয়ারল্যান্ডকে ১৩২ রানে গুটিয়ে দিয়ে সহজে জেতে প্রোটিয়ারা। শামসি ২৭ রানে ৪ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। বাঁহাতি স্পিনার লিন্ডার প্রাপ্তি ২৬ রানে দুটি।

টস হেরে সোমবার দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের শুরুটা ভাল ছিল না। পাওয়ার প্লেতে তারা হারায় টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। কুইন্টন ডি কক ফেরেন মার্ক অ্যাডায়ার বলে। মিড অফে ধরা পড়ার আগে এই কিপার-ব্যাটসম্যান করেন ৩ চার ও এক ছক্কায় ৯ বলে ২০। পরে মালানের উইকেটও নেন আইরিশ ঐ পেসার।

প্রতিপক্ষ অধিনায়ক টেম্বা বাভুমাকে টিকতে দেননি সিমি সিং। ৪৪ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরার চেষ্টায় ব্যর্থ হন রাসি ফন ডার ডাসেনও। ১৮ বলে তিনি করেছিলেন এক ছক্কা ও ২ চারে ২৫।

ব্যাট হাতে কিছুক্ষণ লড়াই করেন এইডেন মারক্রাম। উইকেট ছেড়ে বেরিয়ে এসে সিমিকে মারার চেষ্টায় হন স্টাম্পড। দুইটি করে ছক্কা-চারে করেন ৩৯ রান। অ্যাডায়ারকে শেষ ওভারে টানা ৪টি চার মারেন কাগিসো রাবাদা। তার ৯ বলে ১৯ রান ও ডেভিড মিলারের ২১ বলে ২৮ রানের সুবাদে দেড়শ পার করে দক্ষিণ আফ্রিকা।

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন অ্যাডায়ার, ৩৯ রান দিয়ে। দুর্দান্ত বোলিং করেন সিমি; ১৯ রান দিয়ে ২ উইকেট নেন এই অফ স্পিনার।

পরে বল হাতে শুরুটা দারুণ করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই লিন্ডা এনে দেন উইকেট। তিনি বোল্ড করেন পল স্টার্লিংকে। পরের ওভারের প্রথম বলে রাবাদার ফিরতি ক্যাচে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান কেভিন ও’ব্রায়েন।

লুঙ্গি এনগিডিও নিজের প্রথম বলে ধরেন শিকার, ফিরিয়ে দেন জর্জ ডকরেলকে। এই পেসারের পরের ওভারে কট বিহাইন্ড অ্যান্ডি বালবার্নি; ১৬ বলে ৪ চারে আইরিশ অধিনায়ক করেন ২২।

এরপর আয়ারল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামান শামসি। সিমি ও শেন গেটকেটকে বোল্ড করার পর তিনি ফেরান অ্যাডায়ারকে। পরে ৩৪ বলে ৩ চারে ৩৬ রানের ইনিংস খেলা টেক্টরকে থামান শামসি।

শেষ দিকে ম্যাককার্থির অপরাজিত ৩০ রানের ইনিংসে কেবল হারের ব্যবধানই কমে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৫/৭ (বাভুমা ১৩, ডি কক ২০, মালান ৪, মারক্রাম ৩৯, ফন ডার ডাসেন ২৫, মিলার ২৮, লিন্ডা ১০, রাবাদা ১৯*, উইলিয়ামস ২*; স্টার্লিং ৩-০-২৯-০, ম্যাককার্থি ৩-০-৩১-০, অ্যাডায়ার ৪-০-৩৯-৩, সিমি ৪-০-১৯-২, লিটল ৪-০-২৭-২, ডকরেল ২-০-১৮-০)।

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৩২/৯ (স্টার্লিং ৬, ও’ব্রায়েন ০, বালবার্নি ২২, ডকরেল ২, টেক্টর ৩৬, সিমি ৪, টাকার ৫, গেটকেট ২, অ্যাডায়ার ০, ম্যাককার্থি ৩০*, লিটল ১৫*; লিন্ডা ৪-০-২৬-২, রাবাদা ৪-০-২৮-১, এনগিডি ৪-০-১৮-২, উইলিয়ামস ৪-০-৩১-০, শামসি ৪-০-২৭-৪)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৩৩ রানে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচ সেরা: তাবরাইজ শামসি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর