ঈদে পরিবারকে সুরক্ষিত রাখতে সতর্কতার বিকল্প নেই: স্বাস্থ্যের ডিজি

আপডেট: July 21, 2021 |

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষের ঈদ আনন্দ যেন বেদনায় পরিণত না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।

তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের অসংখ্য মানুষ গ্রামে গিয়েছেন। সবাই সুস্থতার সঙ্গে ঈদ উদযাপন করুন, তবে মনে রাখবেন, ঈদ যেন বিষাদে পরিণত না হয়।

বুধবার (২১ জুলাই) দুপুরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে ঢাকা পোস্টকে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। হাসপাতালের শয্যাগুলো রোগীতে পূর্ণ হয়ে যাচ্ছে। এই অবস্থায় নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে সতর্কতার বিকল্প নেই। সবাইকেই সামাজিক দূরত্ব ও মাস্ক পরতে হবে।

তিনি বলেন, দেশবাসীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। পাশাপাশি সংক্রমণ যেন একজন থেকে আরেকজনে না ছড়ায়, এই ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর