করোনামুক্ত পন্থ, টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় শিবিরে স্বস্তি

আপডেট: July 22, 2021 |

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। করোনামুক্ত হয়েছেন ঋষভ পন্থ। কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে দ্রুতই ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।

গত ৮ জুলাই ছুটিতে থাকাকালীন করোনা আক্রান্ত হন টিম ইন্ডিয়ার এই উইকেটরক্ষক। তারপর থেকে লন্ডনে এক বন্ধুর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। তার আইসোলেশন পর্ব শেষ হয়েছে।

তবে মঙ্গলবার (২০ জুলাই) ভারতীয় দলে যোগ দিলেও ডারহামে টিম ইন্ডিয়ার প্রস্তুতি ম্যাচে খেলতে দেখা যায়নি পন্থকে। সম্ভবত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে ফিট হয়ে যাবেন তিনি।

কাউন্টি সিলেক্ট টিমের বিরুদ্ধে তিন দিনের প্র্যাকটিস ম্যাচ খেলছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। যে ম্যাচে ভারতের দুই উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ এবং ঋদ্ধিমান সাহা খেলছেন না। পন্থের কোয়ারেন্টিন পর্ব শেষ হলেও ঋদ্ধি এখনও কোয়ারেন্টিনে রয়েছেন।

বিসিসিআই’র তরফে বলা হয়েছে, পন্থের প্রথম টেস্টের আগে ম্যাচ ফিট হওয়াটা অনেক বেশি জরুরি। আগামী ৪ আগস্ট থেকে নটিংহ্যামে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু। সেখানে পন্থ এবং ঋদ্ধিমান, দুইজনকেই পাওয়ার আশা করছে ভারতীয় টিম।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর