করোনা ও উপসর্গ নিয়ে বগুড়ায় ১০ জনের মৃত্যু

আপডেট: July 22, 2021 |

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৩ এবং উপসর্গ নিয়ে ৭ জন সহ ১০ জনের মৃত্যু হয়েছে। সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন। মৃত ৩জন হলেন ধুনটের হুমায়ুন কবীর(৪৮), সদরের আকতারুজ্জামান(৭০) এবং কাহালু চাঁনমিয়া (৭৫)।

এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় শজিমেকের পিসিআর ল্যাবে ৯৪ নমুনায় নতুন করে আরও ৩৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ। এদের মধ্যে সদরের ২৭, গাবতলীতে ৫, শিবগঞ্জে ৪ এবং নন্দীগ্রামে একজন। এছাড়া একই সময়ে ১৪৪ জন সুস্থ হয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.সাজ্জাদ-উল-হক বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।

ডা. সাজ্জাদ জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৬২৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ১০৪ জন এবং ৫২৬ জন মারা গেছে। এছাড়া জেলায় ২ হাজার ৪ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর