অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া

আপডেট: July 22, 2021 |
print news

অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই হারতে হলো আলবেসিলেস্তেদের। ম্যাচটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (২২ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হয় ম্যাচটি।

‘সি’ গ্রুপের এই ম্যাচটি বসেছিল টোকিওর সাপ্পোরো ডোম স্টেডিয়ামে।

ম্যাচের ১৪ মিনিটে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন ওয়েলস লাচিয়ান। অন্যদিকে ৮০ মিনিটের মাথায় টিলিও মার্কো দ্বিতীয় গোলটি তুলেন।

এদিকে ‘সি’ গ্রুপের অপর ম্যাচে মিশরের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে স্পেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর