হাইতির নিহত প্রেসিডেন্টের শেষকৃত্যে গুলির শব্দ

আপডেট: July 24, 2021 |
print news

দুই সপ্তাহ আগে নিজ বাড়িতে খুন হওয়া হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসির শেষকৃত্যে অনুষ্ঠানে বিঘ্ন ঘটিয়েছে গুলির শব্দ।

গুলির শব্দ শোনার পর আগেভাগেই অনুষ্ঠানস্থল ছেড়ে যায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য প্রতিনিধিরা। প্রেসিডেন্টের শেষকৃত্যে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী এবং তিন সন্তান।

ক্যারিবীয় দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি নিজ বাড়িতে খুন হন।

দেশটির অন্তর্র্বতী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ জানান, ভোর রাতে একদল ঘাতক প্রেসিডেন্টের বেসরকারি বাসভবনে গুলি করে তাকে হত্যা করে। হামলায় গুরুতর আহত ফার্স্টলেডিকে হাসপাতালে ভর্তি করা হয়। যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

জোভেনেল মোইসির শেষকৃত্যে তার স্ত্রী বলেন, ‘বিচার চাই। প্রতিশোধ চাই না আমরা বিচার চাই।’

প্রেসিডেন্টের কফিন বহন করে সামরিক বাহিনীর পোশাক পরিহিত ব্যক্তিরা। সাদা ফুলে সজ্জিত কফিন মোড়ানো হয় হাইতির জাতীয় পতাকা দিয়ে। একজন রোমান ক্যাথলিক যাজক শেষকৃত্য পরিচালনা করেন। তবে হাইতিতে চলে আসা অস্থিরতা থেকে বাদ যায়নি এই শেষকৃত্য অনুষ্ঠানও।

শেষকৃত্য অনুষ্ঠানস্থলের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা। অনুষ্ঠানস্থলেও পাওয়া গেছে টিয়ার গ্যাসের গন্ধ। তবে কেউ আহত হয়নি বলেও জানা গেছে।

বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়েন বেশ কয়েক জন কর্মকর্তা। পুলিশ প্রধান লিওন চার্লসকে হত্যাকারী আখ্যা দেন বিক্ষোভকারীরা।

জোভেনেল মোইসিকে হত্যার জন্য একটি গ্রুপকে দায়ী করেছে হাইতির পুলিশ। এই গ্রুপে ২৬ জন কলম্বিয়ার নাগরিক এবং দুই জন হাইতির বংশোদ্ভূত আমেরিকান নাগরিক রয়েছে।

এর মধ্যে অন্তত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তিন জন আর এখনো পলাতক আরও পাঁচজন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর