লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে করোনার সংক্রমণ ৪ কোটি ছাড়াল
আপডেট: July 24, 2021
|

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে মহামারী করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা শনিবার ৪ কোটি অতিক্রম করেছে।
গ্রিনিচ মান সময় ০২০০টা পর্যন্ত সরকারি উপাত্তের ওপর ভিত্তি করে তৈরি করা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, গত বছর প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এ অঞ্চলের দেশগুলোতে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪ কোটি ৭৩ হাজার ৫০৭ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দঁাঁড়িয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ৩৩৫ জনে।
উচ্চমাত্রার সংক্রামক করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় এ সপ্তাহে বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। এদিকে এ পর্যন্ত বিশ্বে মোট ১৯ কোটি ২৯ লাখ ৪২ হাজার ২৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৪১ লাখ ৪৩ হাজার ৬৮৭ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে। খবর এএফপি