টোকিও অলিম্পিক: ৩ স্বর্ণ জিতে প্রথম দিন শেষে শীর্ষে চীন

আপডেট: July 25, 2021 |

টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয়ের কৃতিত্ব দেখালেন চীনের ইয়াং কিয়ান। গতকাল শুটিংয়ে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনার হাসি হাসেন ২১ বছর বয়সী ইয়াং। নতুন অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন তিনি। এরপর আরো দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ জিতে প্রথম দিন শেষে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে চীন। টোকিওতে প্রথম দিন ১১টি স্বর্ণের নিষ্পত্তি হয়।

ইয়াং কিয়ান ২৫১.৮ পয়েন্ট স্কোর নিয়ে স্বর্ণ জয় করেন। অলিম্পিক ফাইনালে এটাই এ ইভেন্টে সর্বোচ্চ স্কোর। রাশিয়ার আনাস্তাসিয়া গালাশিনা ২৫১.১ স্কোর নিয়ে রুপা আর সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন ২৩০.৬ স্কোর গড়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। রুদ্ধশ্বাস লড়াই হয় স্বর্ণজয়ী ইয়াং আর রুপাজয়ী গালাশিনার মধ্যে। রাশিয়ার প্রতিযোগীকে মাত্র ০.৭ স্কোরে পেছনে ফেলেন ইয়াং। শেষ শটে চীনা তারকা ৯.৮ আর গালাশিনা ৮.৯ স্কোর করেন।

৩২তম অলিম্পিয়াডের প্রথম স্বর্ণ জয়ের গৌরব অর্জন করা কিয়াং জয় শেষে বলেন, এখানে এ মঞ্চে উঠতে পারাটা অবিশ্বাস্য। অনেক চাপ ছিল, খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, শেষ পর্যন্ত আমি জিততে পেরে অনেক খুশি। এ সোনালি পদকটা আমার দেশের জন্য উপহার বলে আমি অনেক খুশি, অনেক গর্বিত।

প্রথম দিন মেয়েদের ৪৯ কেজি ভারোত্তোলনে নতুন তিনটি অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন চীনের হউ ঝিহুই। স্ন্যাচে ৯৪ কেজি তুলে নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন তিনি। এছাড়া ক্লিন অ্যান্ড জার্কে তুলেছেন রেকর্ড ১১৬ কেজি। সব মিলিয়ে অলিম্পিক রেকর্ড ২১০ কেজি তুলে স্বর্ণ জিতলেন তিনি।

এ ইভেন্টে ভারতের চানু সাইখোম মীরাবাঈ ২০২ কেজি তুলে রুপা ও ইন্দোনেশিয়ার উইন্ডি কান্তিকা আইসা ১৯৪ কেজি তুলে ব্রোঞ্জ জিতেছেন।

জুডোতে পুরুষদের ৬০ কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন হয়ে গতকাল স্বাগতিক জাপানকে প্রথম স্বর্ণপদক এনে দেন তাকাতো নাওহিশা। ফাইনালের একেবারে শেষ মুহূর্তে চাইনিজ তাইপের প্রতিপক্ষ ইয়াং ইয়ু উই তৃতীয় শিদো পেনাল্টির আবেদন জানালে তাকাতোর স্বর্ণ নিশ্চিত হয়ে যায়। ব্রোঞ্জ জিতেছেন কাজাখস্তানের ইয়েলদোস স্মেতোভ ও ফ্রান্সের লুক এমখেদজে।

ছেলেদের সাইক্লিংয়ের ২৪৩ কিলোমিটার রোড রেস ইভেন্টে ৬ ঘণ্টা ৫ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন একুয়েডরের রিচার্ড কারাপাজ। বেলজিয়ামের বাউট ভন অ্যালার্ট রুপা ও টানা দুবারের ট্যুর ডি ফ্রান্সজয়ী স্লোভেনিয়ার তাদেই পোগাকার ব্রোঞ্জ জিতেছেন।

এদিন মেয়েদের রোড রেস ইভেন্টে স্বর্ণ জিতেছেন নেদারল্যান্ডসের ভ্যান ডার ব্রেগেন। সুইডেনের এমা জোহানসন রুপা ও ইতালির লঙ্গো বোরিনি ব্রোঞ্জ জিতেছেন।

ইরানকে প্রথম স্বর্ণপদক এনে দিলেন শুটার জাভেদ ফারোগি। গতকাল ১০ মিটার এয়ার পিস্তলে পুরুষ ইভেন্টে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জিতে নেন তিনি। জাভেদের স্কোর ২৪৪.৮। সার্বিয়ার দামির মিকেচ রুপা ও চীনের পেং উই ব্রোঞ্জ জিতেছেন।

চীনকে গতকাল তৃতীয় স্বর্ণপদক এনে দেন সান ইওয়েই। মেয়েদের ফেন্সিংয়ের এপি ইভেন্টে পাঁচবারের অলিম্পিয়ান রোমানিয়ার আনা মারিয়া পপেস্কুকে ১১-১০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। ফেন্সিংয়ের পুরুষ সাবরে ইভেন্টে স্বর্ণ জিতলেন হাঙ্গেরির অ্যারন সিলাগি। এ ইভেন্টে ইতালির লুইগি সামেলে রুপা ও দক্ষিণ কোরিয়ার কিম জুংওয়ান ব্রোঞ্জ জিতেছেন।

প্রথম দিন একটি করে স্বর্ণ জয়ের গৌরব দেখিয়েছে ইতালি, কসোভো আর থাইল্যান্ডও।

মিশ্র দ্বৈতে ব্যর্থ বাংলাদেশের রোমান-দিয়া

এদিকে টোকিও অলিম্পিকে রিকার্ভ মিশ্র দ্বৈতের শেষ ষোলোয় জায়গা করে নিয়ে দেশকে স্বপ্ন দেখাচ্ছিলেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি। যদিও শেষ ষোলোতেই থামল এ দুজনের দৌড়। গতকাল সকালে তারা দক্ষিণ কোরিয়ার আন সান-কিম জে ডিওক জুটির কাছে হেরে বিদায় নেন।

দক্ষিণ কোরিয়ার জুটি প্রথম সেটে ৩৮-৩০ পয়েন্টে, দ্বিতীয় সেটে ৩৫-৩৩ পয়েন্টে ও তৃতীয় সেটে ৩৯-৩৮ পয়েন্টে জয়লাভ করে উঠে যায় কোয়ার্টার ফাইনালে। উল্লেখ্য, বাছাইপর্বে ১৩৬৮ পয়েন্ট পেয়ে এক নম্বর হয়েছিল কোরিয়ান এ জুটি। অন্যদিকে ১৬তম দল হিসেবে শেষ ষোলোতে ওঠে বাংলাদেশ। রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে রোমান খেলবেন ২৭ জুলাই, তার দুদিন পর নামবেন দিয়া।

বলাবাহুল্য, পরিশেষে আন সান-কিম জে ডিওক জুটিই মিশ্র ইভেন্টের স্বর্ণ জিতেছেন। এটাই টোকিওতে দক্ষিণ কোরিয়ার প্রথম স্বর্ণপদক। এ ইভেন্টে নেদারল্যান্ডস রুপা ও মেক্সিকো ব্রোঞ্জ জিতেছে।

টেনিসে ছেলেদের এককে ২০ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ অলিম্পিকে শুভসূচনা করেছেন। বলিভিয়ার হুগো ডেলিয়েনকে ৬-২, ৬-২ গেমে হারান তিনি। জোকোভিচ ‘গোল্ডেন স্লাম’-এর স্বপ্ন নিয়ে টোকিও গিয়েছেন। অলিম্পিক স্বর্ণ জয়ের পর ইউএস ওপেন জিততে পারলে তার ‘গোল্ডেন স্লাম’ নিশ্চিত হবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর