ভালো হয়েছে যে সিরিজ জয় দিয়ে শুরু করেছি : শামিম

সময়: 9:48 am - July 26, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

 

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জাতীয় দলের স্কোয়াডে প্রথম ঠাঁই হয় শামিম হোসেন পাটওয়ারীর।

প্রথম টি-টোয়েন্টিতে একাদশে রাখায় হয়নি তাকে। তবে বদলি ফিল্ডার হিসেবে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে জানান দেন দলের জন্য অপরিহার্য তিনি । পরের ম্যাচেই সাকিব-রিয়াদের কাছ থেকে ৭১তম ক্যাপটি মাথায় ওঠান তিনি। ব্যাটিং বিপর্যয়ের সেই ম্যাচে ১৩ বলে ২৯ রানের ইনিংস খেলে চমক লাগিয়ে দেন, যা ছিল বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রান।

এরপর তাকে নিয়ে আক্ষেপ থেকে যায় অধিনায়কের, শামিম শেষ বল পর্যন্ত খেলতে পারলে ২৩ রানে হার হতো না হয়ত।

তবে শেষ টি-টোয়েন্টিতে অধিনায়কের সেই আক্ষেপ আর রইল না। ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন, খেলেন ১৫ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস।

ম্যাচসেরা সৌম্য সরকার হলেও শামিম পাটওয়ারী আলাদাভাবে আলো ছড়িয়েছেন।

ম্যাচের পর বিসিবির ভিডিও বার্তায় শামিম জানান তার উচ্ছ্বাসের কথা।

‘অনেক ভাল লাগছে। গত ম্যাচে শেষ করতে পারিনি। আমার মধ্যে একটা ক্ষুধা ছিল যে, পরের ম্যাচটিতে যদি সুযোগ পাই, আমার লক্ষ্য থাকবে শেষ করা। সেই সুযোগটা পেয়ে শেষ করতে পেরেছি, তাই অনেক ভাল লাগছে।’

তিনি বলেন, ‘যখন সৌম্য ভাই, রিয়াদ ভাই ব্যাটিং করছিল, তখন সব পজিটিভ ছিল আমাদের দিকে। আমি যখন ড্রেসিংরুমে খেলা দেখছিলাম, তখন মনে হচ্ছিল যে আজকের ম্যাচটি জিতব। যেভাবেই হোক, জিতব। মাঠে রিয়াদ ভাই আমাকে বলছিল যে ওভারে ১০ করে আসলে ম্যাচটা সহজে চলে আসবে। একটা বাউন্ডারি বা একটা ছক্কা এলেই হবে। আমি আমার প্রক্রিয়া ধরে রেখেই খেলেছি।’

২০ বছর বয়সি এই অলরাউন্ডার বলেন, ‘আমার যেহেতু অভিষেক টি-টোয়েন্টি দিয়ে, আমার জন্য তাই ভালো হয়েছে যে সিরিজ জয় দিয়ে শুরু করেছি। এটা আমার জন্যও ভালো হয়েছে, দলের জন্যও।’

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর