হিমাচলে ভয়াবহ ভূমিধস, নিহত ৯ পর্যটক

আপডেট: July 26, 2021 |

ভারতের হিমাচল রাজ্যের সাংলা উপত্যকায় ব্যাপক এক ভূমিধস সেতুতে আঘাত হানার ঘটনায় ৯ পর্যটক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরে বিধ্বস্ত হয়ে গেছে সেতুর একটি অংশ নদীতে তলিয়ে যায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, শুক্রবার এই ঘটনায় আক্রান্ত ১১ জনই পর্যটক। তাদের গাড়িতে গড়িয়ে পড়া পাথর আঘাত হানলে হতাহতের ঘটনা ঘটে।

হিমাচলের কিন্নাউরের পুলিশ সুপার সাজু রাম রানা জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে গেছেন চিকিৎসকদের একটি দল।

ভিডিওতে দেখা গেছে, পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথর নিচে থাকা গাড়িতে আঘাত হানছে। আর ধূলার মেঘ ছড়িয়ে পড়ছে।

দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ আর আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর