কাপাসিয়ায় সরকারি নির্দেশ অমান্য করায় ৪৮ হাজার টাকা জরিমানা

আপডেট: July 26, 2021 |

সরকারি ঘোষিত চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে করোনা ভাইরাস সংক্রমণ রোধে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য দোকান খোলা রাখা এবং মাস্ক পরিধান না করার, অহেতুক গাড়ি নিয়ে ঘোরাঘুরি করায় স্বাস্থ্য বিধি লঙ্ঘনের দায়ে ১৬ জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত ।

রোববার (২৫ জুলাই) বিকেলে কাপাসিয়া,টোক, বীর উজলী আমরাইদ বাজার সহ উপজেলা বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সাথে সমন্বয়ে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান সরকারের ঘোষিত কঠোর লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক পরিধান না করায় স্বাস্থ্য বিধি লঙ্ঘনের দায়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ ,২৪ এর ধারায় ১৩ জনকে এবং সড়ক ও পরিবহন আইন ২০১৮ ,৬৬ এর ধারায় অনুযায়ী ২ জন, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় অনুযায়ী ১ জন সহ মোট ১৬ জনকে ৪৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়েছে ।

ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনীর চৌকস সদস্যবৃন্দ ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর