বিয়ে নিয়ে যা বললেন ঋতাভরী

আপডেট: July 27, 2021 |
print news

নিজেদের সম্পর্ককে সবার আড়ালে রাখতে চেয়েছিলেন টালিউড অভিনেত্রী ঋতাভরী। সমাজসেবা করতে গিয়েই নাকি আলাপ হয়েছিল চিকিৎসক বন্ধুর সঙ্গে। পরিচয় থেকে পরিণয়। বন্ধুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন এ অভিনেত্রী, এমনই গুঞ্জন ছিল চারদিকে।

কিন্তু এ ধরনের গুঞ্জনকে একটি পোস্টের মাধ্যমে উড়িয়ে দিলেন ঋতাভরী। সোমবার দুপুরে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিয়ের জল্পনার অবসান ঘটালেন তিনি।

ফেসবুকে ঋতাভরী লিখেছেন, ‘আমি এত তাড়াতাড়ি বিয়ে করছি না। আপনারা জানেন, আমার দুইটা সার্জারি হয়েছে। এই মুহূর্তে আমি নিজের শরীরের খেয়াল রাখছি এবং যে কাজগুলো করব বলে ঠিক করেছি, সেগুলিতে মনোযোগ দিচ্ছি।’

এ নিয়ে আর না লেখার এবং তাকে ফোন না করারও অনুরোধ করেন তিনি। বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চান না অভিনেত্রী।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ঋতাভরী। মার্চ মাসে অস্ত্রোপচার হয় তার। আপাতত তিনি সুস্থ এবং পুরোদমে কাজ করছেন। এরই মধ্যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার শংসাপত্রও পেয়েছেন তিনি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর