ইমরান খানকে ‘নালায়েক’ বললেন নওয়াজ শরীফ

আপডেট: July 27, 2021 |

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘নালায়েক’ বলে কটাক্ষ করেছেন সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি বলেন, ২০১৮ সালে নির্বাচনে জালিয়াতির কারণে মানুষ এখন মুদ্রাস্ফীতি, দারিদ্রতা ও বেকারত্বে ভুগছে।

নওয়াজ শরীফ বলেন, পিএম এল এন ক্ষমতায় থাকলে দেশে উন্নতি হতো কিন্তু এখন মানুষ ভুক্তভুগী হচ্ছে বেশি। ইমরান খানকে উদ্দেশ্য করে নওয়াজ শরীফ বলেন, আপনারা কি জানেন কীভাবে পাক সরকার দেশটিকে অন্ধকার থেকে আলোতে এনেছিলো? কিন্তু তারপরে ২০১৮ এর নির্বাচনে কারচুপি করে এবং দেশটি উন্নতির বিপরীতে চলে যায়। এরপর ইমরান খানকে উদ্দেশ্য করে বলা ‘নালায়েক’ শব্দের বিশ্লেষণ করেন নওয়াজ শরীফ। নালায়েক অর্থ অনুপযুক্ত। অর্থাৎ যোগ্য না এবং অদক্ষ এমন মানুষই হলো নালায়েক। এমনটাই মন্তব্য করেন নওয়াজ শরীফ।

সাবেক পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অনেক কষ্ট করেছি, এখন সময় এসেছে শিক্ষা দেওয়ার। ’গেলো বছর গিলগিট বালিতিন্তানে আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এলাকার বেশিরভাগ মানুষই গ্যাস, বিদ্যুৎ এর সমস্যায় ভুগছে। এছাড়া তাদের রান্নার জন্য পর্যাপ্ত লাকড়িও নেই। ওই অঞ্চলের মানুষের দুর্দশার কথাও তুলে ধরেন নওয়াজ শরীফ।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর