ইন্দোনেশিয়ায় করোনায় দৈনিক মৃত্যু ২ হাজার ছাড়াল

আপডেট: July 28, 2021 |

দক্ষিণ এশিয়ায় করোনা দ্বিতীয় হটস্পট ইন্দোনেশিয়ায় প্রথমবারের মতো করোনায় দৈনিক মৃত্যু ২ হাজার ছাড়াল।

মঙ্গলবার দেশটিতে রেকর্ড দুই হাজার ৬৯ জন মারা গেছে। এ ছাড়া একদিনে শনাক্ত হয়েছে ৪৫ হাজারের বেশি। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু সাড়ে ৮৬ হাজারের বেশি। মোট শনাক্ত ৩২ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে।

এদিকে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে মঙ্গলবার রেকর্ড দৈনিক সংক্রমণ ১৭৭ জন। সংক্রমণ বাড়তে থাকায় সিডনির লকডাউনের মেয়াদ আরও চার সপ্তাহ বাড়ানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে দুই ডোজ টিকা নেয়াদেরও ঘরোয়া সমাবেশে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক মার্কিন সংস্থা-সিডিসি। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে থাকায় মঙ্গলবার এ সিদ্ধান্ত দেয় তারা।

এ বছরের মে মাসে খোলামেলা জায়গায় মাস্ক পরার বিধিনিষেধ শিথিল করলেও সংক্রমণ বাড়ায় সিদ্ধান্ত পরিবর্তন করে সংস্থাটি।

অন্যদিকে, বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৪১ লাখ ৯২ হাজার ছাড়িয়েছে। মোট শনাক্ত ১৭ কোটি ৭৬ লাখের বেশি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর