পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহত

আপডেট: July 28, 2021 |

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বন্দুক হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছে। ওই অঞ্চলে কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিন ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছিল। ফিরিস্তিনি কর্মকর্তারা এ খবর জানান।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মঙ্গলবার রাতে বেইতা গ্রামের কাছে ইসরায়েলি সৈন্যের গুলিতে শাদি ওমর লতফি সেলিম (৪১) নিহত হয়েছে।

বেইতার ডেপুটি মেয়র মুসা হামায়েল বলেছেন, কাজ থেকে ফেরার পথে ইসরায়েলি সৈন্যরা তাকে গুলি করে হত্যা করে।

তিনি বলেন, ঠান্ডা মাথায় তাকে খুন করা হয়েছে। কারণ মঙ্গলরাতে ওখানে কোন প্রতিবাদ বিক্ষোভ চলছিল না।

এদিকে ইসরায়েলি ডিফেন্স ফোসর্ (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, সন্দেহজনক লোহার দন্ড হাতে নিয়ে ফিলিস্তিনিরা সৈন্যদের লক্ষ্য করে এগুতে থাকলে তাদের থামানোর চেষ্টায় ফাঁকা গুলি করা হয়। কিন্তু ফিলিস্তিনিরা অব্যাহতভাবে এগুতে থাকলে সেনা কমান্ডার গুলি ছোঁড়েন।

ঘটনাটির তদন্ত চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত মে মাসে বেশ কিছু সংখ্যক ইসরাইলী পরিবার আন্তর্জাতিক আইন উপেক্ষা করে নাবলুসের কাছে বসতি নির্মাণ শুরু করলে বেইতায় অস্থিরতা শুরু হয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর