করোনায় খুলনার তিন হাসপাতালে মৃত্যু ৮

আপডেট: July 30, 2021 |

খুলনার তিন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ২৯ জুলাই) সকাল ৮টা থেকে আজ (শুক্রবার, ৩০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে তিনজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে দুজন ও গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন মারা গেছেন।

খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ২০০ শয্যা করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনার কয়রার আফসার গাজী (৬০), তেরখাদার মরিয়ম (৭৪) ও চুয়াডাঙ্গা সদরের গিয়াস উদ্দিন (৯০)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৯ জন। যার মধ্যে রেড জোনে ৫১ জন, ইয়ালো জোনে ৪৫ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১৩ জন রয়েছেন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর শামসুর রহমান রোডের মনোয়ারা বেগম (৬৭) ও বাগেরহাটের মোড়লগঞ্জের দেলোয়ার হোসেন (৭০)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪১ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় চারজন রোগী ভর্তি হয় আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন। এর মধ্যে ১৮ জন পুরুষ ও ২১ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাতজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

হাসপাতালের ৯০ শয্যার করোনা ইউনিটে ৫৭ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চারজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন এবং এইচডিইউতে দুজন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর বয়রা রায়েরমহল এলাকার শেখ আব্দুর সবুর (৭৫), ঝিনাইদহের কালীগঞ্জের লুৎফর রহমান (৯০) ও ঝিনাইদহ সদরের মো. আনসার উদ্দিন (৮০)।

হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৮ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। আইসিইউতে চারজন ও এইচডিইউতে তিনজন রয়েছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর