বিদ্যুৎস্পৃষ্টে ভোলায় গৃহবধূর মৃত্যু

আপডেট: July 31, 2021 |
print news

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে সামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সামিয়া আক্তার ওই গ্রামের মো. মনিরের স্ত্রী ও এক সন্তানের জননী।

পুলিশ ও স্থানীরা জানান, সন্ধ্যার দিকে গৃহবধূ সামিয়া ঘরে টিভি দেখার জন্য সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্বজনরা চিৎকার দিলে স্থানীয়রা এতে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. আনিসুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর