দীর্ঘদিনের বন্ধুকে জীবনসঙ্গী করলেন প্রসূন আজাদ

আপডেট: July 31, 2021 |
print news

বন্ধুকে বিয়ে করলেন লাক্স চ্যানেল আই সুপারস্টারখ্যাত জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। করোনার কারণে স্বল্প পরিসরে পরিবারের সদস্যদের উপস্থিতি শুক্রবার (৩১ জুলাই) দুপুরে একটি মসজিদে এই বিয়ে সম্পন্ন হয়েছে।

তার বর ফারহান গাফফার একজন ব্যবসায়ী। তারা ছিলেন দীর্ঘদিনের বন্ধু। গত জুন মাসে পারিবারিকভাবে এই অভিনেত্রীর বাগদান সম্পন্ন হয়।

ঈদের ঠিক পরের শুক্রবার বিয়ের কথা ছিল অভিনেত্রী প্রসূন আজাদের। করোনা এবং বিশেষ কারণে দিনটি পিছিয়ে যায়।

 

Z

 

বিয়ের অনুষ্ঠান থেকে প্রসূন বলেন, তাদের নিজেদের বাড়ির এলাকার মসজিদে বিয়ে সম্পন্ন হয়েছে। বাঙালি রীতি অনুযায়ী, বিয়ে অন্যান্য আনুষ্ঠানিকতা এখনও চলছে। সবাই দোয়া করবেন। আমরা যেন সুখী হতে পারি।

প্রসূনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, করোনার কারণে বিয়েতে তেমন কোনো আয়োজন রাখা হয়নি। লকডাউনে কাজি অফিসও বন্ধ। তাই পাত্রী বাসায় আর বর পক্ষ মসজিদে গিয়ে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর