করোনার প্রকোপে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে লকডাউন

আপডেট: July 31, 2021 |

অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম ব্রিসবেন শহর এবং কুইন্সল্যান্ডের অন্যান্য অংশে শনিবার থেকে লকডাউন শুরু হয়েছে।

ডেল্টা ধরনের করোনা সংক্রমণের কারণে তিন দিনের লকডাউন জারি করা হয়।

রাজ্যের ডেপুটি প্রধানমন্ত্রী স্টিভেন মাইলস বলেছেন, নগরী এবং আশেপাশের এলাকার লাখ লাখ বাসিন্দাকে শনিবার থেকে ঘরেই অবস্থান করতে হবে।

তিনি বলেন, ডেল্টা ধরণকে মোকাবেলার একমাত্র পথ দ্রুত পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করা।
শনিবার ডেল্টা ধরনের করোনায় নতুন করে ছয়জন আক্রান্ত হয়েছে।

কঠোরতম এই লকডাউন চলাকালে জরুরি প্রয়োজন যেমন নিত্যপণ্য কেনা এবং ব্যায়ামের জন্য ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না।

এদিকে করোনা নিয়ন্ত্রণে সিডনি ও এর আশেপাশের এলাকায় লকডাউনের পাঁচ সপ্তাহ শেষ হয়েছে।
সিডনিতে শনিবার ২১০ জন নতুন করে সংক্রমিত হয়েছে। তবে এ সংখ্যা আগের সপ্তাহের তুলনায় সামান্য কম।

অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত আড়াই কোটি জনসংখ্যার মাত্র ১৪ শতাংশকে টিকা দেয়া হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ৮০ শতাংশ লোককে টিকা না দেয়া পর্যন্ত সরকার সীমান্ত খুলবে না এবং বিধিনিষেধও তুলে নেবে না।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর