এবার করোনার টিকার বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য

আপডেট: August 2, 2021 |
print news

মহামারি করোনা থেকে নিরাপদে থাকতে যুক্তরাজ্য করোনার বুস্টার ডোজ দেবে। প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য।

সেপ্টেম্বর মাসের শুরুর দিকে যুক্তরাজ্যে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে। খবর রয়টার্সের।

২০২০ সালের ডিসেম্বরে যুক্তরাজ্য প্রথম ফাইজার-বায়োএনটেকের ডোজ দিয়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু করে। পরে দেশটিতে অন্য কোম্পানির টিকাদানও শুরু হয়।

দেশটিকে সাড়ে ৪ কোটির বেশি মানুষ করোনার প্রথম ডোজ পেয়েছেন। এ সংখ্যা দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় ৯০ শতাংশ।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৫৮ লাখ ৮০ হাজার ৬০০ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৭০০ জন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর