নতুন জীবন শুরু করলেন নায়ক নিরব

আপডেট: August 4, 2021 |
print news

নতুন খবর জানালেন মডেল-চিত্রনায়ক নিরব। বললেন, করপোরেট মার্কেটপ্লেস প্রতিষ্ঠান শ্রেষ্ঠ ডটকমের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে চাকরি-জীবন শুরু করেছেন।

রোববার (১ আগস্ট) থেকে প্রতিষ্ঠানটির এ পদে দায়িত্ব পালন শুরু করেন ‘আব্বাস’খ্যাত এই অভিনেতা।

এ প্রসঙ্গে নিরব বলেন, ‘অভিনয়ের পাশাপাশি নতুন এ দায়িত্বটি যথাযথভাবে পালনের চেষ্টা করবো। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। তবে, অনেকটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি বলা যায়, যদিও আমার মূল কাজ সিনেমাকে ঘিরেই।’

শ্রেষ্ঠ ডটকম মূলত করপোরেট মার্কেটপ্লেস। এটি গতানুগতিক ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান নয় বলে জানালেন শ্রেষ্ঠ ডটকমের সিইও খান ইমরান রাসেল।

তিনি বলেন, ‘মেধা দিয়ে আমরা মানুষের জন্য কাজ করি। দেশ ও মানুষের জন্য যারা কাজ করেন, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। মানুষকে শ্রেষ্ঠ হতে হলে আগে ভালো মানুষ হতে হবে।

মিডিয়ায় নিরবের ইমেজ অনেক ভালো। পাশাপাশি তার আগামীর কাজগুলোও খুব ভালো। সবকিছু জেনেই আমরা নিরবকে শ্রেষ্ঠ ডটকম পরিবারে যুক্ত করেছি।’

উল্লেখ্য, সর্বশেষ নিরবকে দেখা গেছে অনন্য মামুনের ‘কসাই’ সিনেমায়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর