‘মিয়ানমারে গণহত্যা চালাচ্ছে সামরিক জান্তা’

আপডেট: August 5, 2021 |

মিয়ানমারে সামরিক জান্তা সরকার গণহত্যা চালাচ্ছে বলে জাতিসংঘকে সতর্ক করেছেন সংস্থাটিতে নিযুক্ত মিয়ানমারের দূত কিয়াও মোয়ে তুন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে চিঠি দেন তিনি। চিঠিতে মিয়ানমারের দূত বলেন, জুলাইয়ে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চল থেকে ৪০টি মরদেহ উদ্ধার হয়।

এছাড়া কানি নামে একটি শহরে ৯ ও ১০ জুলাই ১৬ জনকে হত্যা করে সামরিক জান্তা। ২৬ জুলাই স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের পর ওই অঞ্চল থেকে আরও ১৩টি মরদেহ পাওয়া যায়। ২৮ জুলাই একটি গ্রামে আগুন দেয় এবং আরো ১১ জনকে হত্যা করে সামরিক জান্তা।

কিয়াও মোয়ে তুন চিঠিতে বলেন, এই নৃশংসতা আর চলতে দেয়া যায় না। ক্ষমতাসীন জান্তা সরকারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং মিয়ানমারে মানবিক হস্তক্ষেপের আহ্বান জানান তিনি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর