আফগান মিডিয়াপ্রধান তালেবানের গুলিতে নিহত

আপডেট: August 7, 2021 |

শুক্রবার রাজধানী কাবুলে গুলি করে হত্যা করা হয় দেশটির মিডিয়াপ্রধান দাওয়া খান মেনাপালকে। দেশটির সংকট নিরসনে বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

এ দিন আফগানিস্তানের কাবুলে অবস্থিত জাতিসংঘের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বলা হয়েছে, গত মাসে আফগান তালেবান যুদ্ধে ১ হাজারেও বেশি বেসামরিক নাগরিক মারা গেছে।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে প্রথমবারের মধ্যে আফগানিস্তানের একটি প্রাদেশিক রাজধানী দখলে নিল তালেবান।

শুক্রবার স্থানীয় সময় দুপুরের মধ্যেই দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখলে নিয়েছে তারা।

এর আগে দেশটির সীমান্ত এলাকা ও গ্রামাঞ্চল দখলে নিলেও প্রথমবারের কোনো প্রাদেশিক রাজধানী দখল করল তারা।  জারাঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এ ছাড়া হেরাত ও লস্কর গাহ প্রদেশ দখলেও আফগানের সরকারি বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চালাচ্ছে তালেবান।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর