নাইজেরিয়ার অপহরণের শিকার স্কুলছাত্রীরা মুক্তি পেয়েছে

আপডেট: August 8, 2021 |

বোকো হারামের জঙ্গিদের হাতে অপহরণের শিকার স্কুলছাত্রীরা অবশেষে ছাড়া পেয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার মুক্তি পাওয়া ছাত্রীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর আরব নিউজের।

২০১৪ সালের ১৪ এপ্রিল ১২-১৭ বছর বয়সি প্রায় ৩০০ স্কুলছাত্রীকে নাইজেরিয়ার উত্তর-পূর্বঞ্চলীয় প্রদেশ চিবোক থেকে অপহরণ করেছিল বোকো হারামের সদস্যরা।

ছাত্রীদের মুক্তির জন্য দেশে-বিদেশে ‘#ব্রিং-ব্যাক-আওয়ার-গার্লস’ শিরোনামে অনলাইন ক্যাম্পেইন শুরু হয়।

 

এ পর্যন্ত কয়েক দফায় ২০০ ছাত্রীকে মুক্তি দিলেও আরও শতাধিক শিক্ষার্থীর হদিশ মিলেনি এখন পর্যন্ত।

কয়েক বছর ধরেই চিবোকসহ উত্তর নাইজেরিয়ার বড় একটি অঞ্চল রীতিমতো আতঙ্কের জনপদ৷

জঙ্গি সংগঠন বোকো হারাম সেখানে হত্যা ও অপহরণের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে৷

গত বছরের ডিসেম্বার থেকে এ পর্যন্ত আরও ১ হাজার শিক্ষার্থীকে অপহরণ করেছে এ জঙ্গি সংগঠন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর