ইন্ডিয়ান আইডল ১২তম আসরে বিজয়ী পবনদীপ

আপডেট: August 16, 2021 |
print news

 

জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। এই প্রতিযোগিতার ১২তম আসরে বিজয়ী হয়েছেন ভারতের উত্তরখন্ডের পবনদীপ।

অডিশনের পর থেকেই গান দিয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করে আসছিলেন পবন। ট্রফির পাশাপাশি এই গায়ক জিতেছেন ২৫ লাখ রুপি প্রাইজমানি। এছাড়া একটি গাড়ি পেয়েছেন তিনি। রোববার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এদিন মধ্যরাতে ঘোষণা করা হয় ইন্ডিয়ান আইডলের বিজয়ীর নাম।

ছেলের বিজয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন পবনের বাবা-মা। তা স্মরণ করে পবনদীপ টাইমস অব ইন্ডিয়াকে বলেন—‘এই ঘটনার সাক্ষী হতে আমার মা-বাবা ও কয়েককজন বন্ধু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমার বিজয়ে তারা দারুণ খুশি ও উচ্ছ্বসিত। আমি যখন ট্রফি হাতে নিই তখন আমার মা কেঁদে ফেলেন।’

চ্যাম্পিয়ন নির্বাচিত হলেও মন খারাপ ছিল পবনের। কারণ ব‌্যাখ‌্যা করে পবনদীপ জানান, এই শোয়ের গ্র্যান্ড ফিনালের বাকি প্রতিযোগী অরুণিতা কাঞ্জিলাল, সন্মুখাপ্রিয়া, নীহাল তাউড়া, মোহাম্মদ দানিশ সকলেই দুর্দান্ত পারফর্ম করেছে। তারাও সমানভাবে এই খেতাব জয়ের দাবিদার ছিলেন। সবচেয়ে বড় কথা হলো—গানের বাইরে তারা একটা পরিবারে পরিণত হয়েছেন। তাই বিজয়ের ট্রফি হাতে তুললেও বাকিদের জন্য বেশ মন খারাপ বলেই জানান পবনদীপ।

প্রাইজমানি গ্রহণ করার সময় পবনদীপ বলেন, ‘আমি উত্তরখন্ড থেকে এসেছি। সেখানে বাচ্চাদের জন‌্য গানের একটি স্কুল খুলতে চাই, যাতে মেধাবী শিশুরা সঠিক দিক নির্দেশনা পায়।’

এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন অরুণিতা কাঞ্জিলাল, দ্বিতীয় রানারস-আপ নির্বাচিত হয়েছেন সায়লী কাম্বলে। মোহাম্মদ দানিশ, নীহাল তাউরো, সন্মুখাপ্রিয়া যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ৬ষ্ঠ স্থান অধিকার করেছেন।

বৈশাখী নিউজ/ ইডি

 

Share Now

এই বিভাগের আরও খবর