জাপানে করোনারোধে নতুন ৭ এলাকায় জরুরি অবস্থা জারি

আপডেট: August 17, 2021 |
print news

জাপানে রেকর্ড পরিমাণ করোনা সংক্রমণ রোধে নতুন আরো সাতটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির সরকার মঙ্গলবার এ কথা জানিয়েছে।

টোকিও এবং আরো পাঁচ অঞ্চলে ইতোমধ্যে জরুরি অবস্থা চলছে। আগামী ৩১ আগস্ট এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সরকার আরো কিছু এলাকায় নিষেধাজ্ঞা জারি করছে এবং দেশের সকল অঞ্চলে এটি ১২ সেপ্টেম্বর পর্যন্ত চালু রাখা হবে।

করোনা মোকাবেলা বিষয়ক মন্ত্রী ইয়াসুটোশি নিশিমুরা বলেছেন, জাপানে যেভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে আগে আমাদের সেরকম অভিজ্ঞতা হয়নি।

বিশেষজ্ঞদের সাথে এক বৈঠকে তিনি আরো বলেন, আশংকাজনক রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে।

অন্যান্য দেশের তুলনায় জাপানে সংক্রমণ কম ছিল। দেশটিতে লকডাউন না দেয়া সত্ত্বেও করোনায় মারা গেছে প্রায় ১৫ হাজার ৪শ’ লোক। তবে অন্যান্য উন্নত দেশের তুলনায় জাপানে টিকা দেয়া শুরু হয়েছে অনেক পরে। এছাড়া টিকা দেয়ার গতিও বেশ ধীর। এ পর্যন্ত ৩৭ শতাংশ লোককে টিকার পুরো ডোজ দেয়া হয়েছে।

সম্প্রতি দেশটিতে দৈনিক ২০ হাজারেরও বেশি লোকের করোনা শনাক্ত হচ্ছে যা দেশটির জন্যে রেকর্ড পরিমাণ।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর