কেরানীগঞ্জে বিআরটিএ-পাসপোর্ট অফিসে একযোগে অভিযান : আটক ৫১

আপডেট: September 5, 2021 |
print news

ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও পাসপোর্ট অফিসে দালালদের বিরুদ্ধে একযোগে অভিযান পরিচালনা করছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিআরটিএ ও পাসপোর্ট কর্তৃপক্ষের সহযোগিতায় একযোগে অভিযান শুরু করে র‌্যাব-১০ এর পৃথক দল।

সর্বশেষ খবর অনুযায়ী, বিআরটিএ অফিসে দালালির অভিযোগে ৩৬ জন এবং পাসপোর্ট অফিসে দালালির অভিযোগে ১৫ জনকে আটক করেছে র‌্যাব-১০।

পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব জানান, দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ বিআরটিএ অফিস ও পাসপোর্ট অফিসে দালালির দৌরাত্ম্যে ভোগান্তি ও হয়রানির শিকার হতে হচ্ছিল ভোক্তাদের। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিআরটিএ কার্যালয়ে তাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট ও পাসপোর্ট অফিসে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করছেন। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর