দুটি পোর্টেবল ভিডিও ডিভাইস আনছে ফেইসবুক

আপডেট: September 22, 2021 |
print news

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ভিডিও যোগাযোগের জন্য পোর্টেবল ডিভাইস আনতে যাচ্ছে।

সংস্থার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ মঙ্গলবার ফেইসবুক লাইভে এসে এই ঘোষণা দেন। সেই সঙ্গে ভিভাইস দুটির মডেল উপস্থান করেন।

‘পোর্টাল গো’ এবং ‘পোর্টাল প্লাস’ নামে আসছে ডিভাইস দুটি। ১০ ইঞ্চি স্ক্রিনের ‘পোর্টাল গো’র মূল্য ১৯৯ মার্কিন ডলার। ১৪ ইঞ্চি স্ক্রিনের ‘পোর্টাল প্লাস’ এর মূল্য পরবে ৩৪৯ মার্কিন ডলার।

দুটি ডিভাইসই এখন প্রি-অর্ডার করা যাবে, শিপিং শুরু হবে ১৯ অক্টোবর।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর