আমিরাতের নতুন অর্থমন্ত্রী শেখ মাকতুম

আপডেট: September 27, 2021 |
print news

সংযুক্ত আরব আমিরাতের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর ছেলে শেখ মাকতুম বিন মোহাম্মদ বিন রাশেদ। গত শনিবার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম টুইট বার্তায় নিশ্চিত করেছেন।

৩৭ বছর বয়সী শেখ মাকতুম দেশটির দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন। অর্থমন্ত্রীর পাশাপাশি তাকে ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে টানা ৫০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে ইন্তেকাল করেন শেখ হামদান বিন রাশেদ। তার মৃত্যুর প্রায় ৬ মাস পর নতুন অর্থমন্ত্রী নিয়োগ দেয় দেশটির মন্ত্রী পরিষদ।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর