বিশ্বব্যাপী কভিড ভ্যাকসিনের ৬শ কোটির বেশি ডোজ দেয়া হয়েছে

আপডেট: September 27, 2021 |
print news

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টারের মতে, করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী ৬০০ কোটির বেশি কভিড-১৯ শট দেয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে, শনিবার বিকেল পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৬৬০ কোটি মানুষ কমপক্ষে একটি করে ভ্যাকসিনের ডোজ পেয়েছে।

করোনাভাইরাসের বিরুদ্ধে বুস্টার শটের জন্য প্রায় ৬ কোটি আমেরিকান উপযুক্ত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এই ঘোষণার একদিন পর এই মাইলফলকে পৌঁছে যায় বিশ্ব। বাইডেন যোগ্য আমেরিকানদের বুস্টার শট নিতে আহ্বান জানিয়ে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব তিনি তার নিজেরটা নিয়ে নেবেন।

শুক্রবার হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন, প্রথম এবং দ্বিতীয় শটের মতোই, বুস্টার শটটি আপনারা বিনামূল্যে এবং সহজেই পেয়ে যাবেন।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি বৃহস্পতিবার ৬৫ বা তার বেশি বয়সের আমেরিকানদের জন্য ফাইজার-এর বুস্টার ডোজ অনুমোদন করেছে। এ ছাড়া ফ্রন্টলাইন কর্মী যেমন শিক্ষক, স্বাস্থ্যসেবা কর্মী এবং অন্যান্য চাকরিজীবী যারা কভিড সংক্রমণের ঝুঁকিতে আছে, তাদের অবস্থা বিবেচনায় এই বয়সসীমা ৫০ থেকে ৬৪ এর মধ্যে নির্ধারণ করা হয়েছে।

যারা অন্তত ছয় মাস আগে ফাইজার টিকা পেয়েছেন, তাদের জন্য বুস্টার শট পাওয়া যাবে। শুক্রবার হোয়াইট হাউস বলেছে, দুই কোটি আমেরিকান তাত্ক্ষণিকভাবে বুস্টার শটের জন্য উপযুক্ত। এ ছাড়া ৬ কোটি মানুষ যারা ফাইজার-শট নিয়েছেন, ছয় মাস পূর্ণ হলে তারাও বুস্টারের জন্য যোগ্য হবে।

ইউরোপীয় ইউনিয়নের ড্রাগ ওয়াচডগ বৃহস্পতিবার বলেছে, বেশি বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেক কভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় ডোজ অনুমোদন করা হবে কিনা, তা অক্টোবরের শুরুতে সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা রয়েছে। সূত্র: ভয়েস অব আমেরিকা

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর