নভেম্বরে দেয়া হবে ব্যালন ডি’অর

আপডেট: September 30, 2021 |
print news

আগামী ২৯ নভেম্বর প্যারিসে প্রদান করা হবে এবারের ব্যালন ডি’র পুরস্কার। বুধবার আয়োজক ফরাসি ফুটবল ম্যাগাজিন এই ঘোষণা দিয়েছে।

আগামী ৮ অক্টোবর পুরুষ ও নারী বিভাগের বর্ষসেরা খেলোয়াড়, সেরা তরুণ খেলোয়াড়, সেরা গোলরক্ষকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হবে।

২০১৯ সালে সর্বশেষ ব্যালন ডি’অর পুরস্কার প্রদান করা হয়েছিল। করোনা মহামারীর কারনে গত বছরের আয়োজনটি বাতিল করা হয়।

সর্বশেষ বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন লিওনেল মেসি। এর মাধ্যমে তিনি সর্বোচ্চ ছয়বার এই পুরস্কারে ভূষিত হন। নারী বিভাগে সেরা হয়েছিলেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মেগান র‌্যাপিনো।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর