নয়া দিল্লিতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

আপডেট: October 19, 2021 |
print news

গত এক দশকের মধ্যে ভারতের রাজধানী নয়া দিল্লিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। টানা ২৪ ঘণ্টার প্রবল বর্ষণে দিল্লির রাস্তাঘাট তলিয়ে গেছে। বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ভারতের আবহাওয়া বিভাগ বলছে, দিল্লির দক্ষিণাঞ্চলীয় সফদারজং এলাকায় সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ৮৫ মিলিমিটার ও পালামে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। যা এক দশকে সর্বোচ্চ।

এর আগে ১৯৫৪ সালে দিল্লিতে ১৭২.৭ মিলিমিটার বৃষ্টি হয়। উত্তর প্রদেশ এবং হরিয়ানাতেও শুরু হয়েছে ভারী বর্ষণ।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর