যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, যেভাবে বাঁচলেন সব আরোহী

আপডেট: October 21, 2021 |
print news

যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় মঙ্গলবার (১৯ অক্টোবর) একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তবে উড়োজাহাজে থাকা সব আরোহী সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন। যে স্থানে বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে, সেখানে গাছ ও ঝোপঝাড় ছিল।

এএফপির প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে ২১ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ক্রু ছিলেন তিনজন। বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। তবে আগুন ধরে যাওয়ার আগেই আরোহীরা বিধ্বস্ত উড়োজাহাজটি থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টেক্সাসের ব্রুকশায়ারের হাউসটন এক্সিকিউটিভ এয়ারপোর্ট থেকে উড়োজাহাজটি যাত্রা শুরু করে। এটির গন্তব্য ছিল বোস্টন। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই উড়োজাহাজ টেক্সাসে বিধ্বস্ত হয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর